ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

লালমনিরহাটে ফেনসিডিলসহ আটক-১

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৮ ১৫:৩৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৮ ১৫:৩৮

হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি) : লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ভারতীয় নিষিদ্ধ ১০০ বোতল ফেনসিডিলসহ বাবুল মিয়(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।


সোমবার সকাল ১১টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এর আগে সোমবার ভোরে উপজেলার চন্দ্রপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাবুল মিয়া জেলার হাতীবান্ধা উপজেলার দক্ষিন জাওড়ানী এলাকার কাবলির ডাংগা গ্রামের গোলাপ জব্বারের ছেলে।


এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উপজেলার চন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় নিষিদ্ধ ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসা হয়।


তিনি আরো জানান, এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাকে সোমবার সকাল এগাড়োটার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: