
হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি ): লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় একটি মালবাহী ট্রাকের ধাক্কায় আহত হাতির মৃত্যু হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত সেই ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি।
সোমবার দুপুরের দিকে উপজেলার মিলন বাজার মৌলভী আবুল হাশেম সিনিয়র মাদ্রাসার মাঠে হাতিটি মারা যায়। এর আগে রবিবার সন্ধ্যার দিকে ওই মাদ্রাসার সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকটি হাতিটিকে ধাক্কা দেয়।
নিহত হাতিটি জেলার কালীগঞ্জ উপজেলার করিম উদ্দিন পাবলিক কলেজ মাঠে অনুষ্ঠিত দি রাজমনি সার্কাসের।
প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম আরিফ জানান, রবিবার হাতিটিকে নিয়ে তার মাউদ পাটগ্রাম উপজেলায় যাচ্চিলো। পথিমধ্যে মালবাহী একাট ট্রাক হাতিটিকে ধাক্কা দিলে হতিটি গুরুতর আহত হয়। পরে সোমবার দুপুরে হাতিটি মারা যায়। এদিকে মালবাহী ট্রাকটি দ্রত পালিয়ে যায়। হাতির মাউদ জাফর আলী(২০) জানান, হাতিটির মৃত্যুর বিয়ষটি মালিককে জানান হয়েছে হাতিটি নিতে মালিক পক্ষের লোকজন আসছেন।
এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি প্রসুন কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের ধাক্কায় হাতিটির মৃত্যু হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে এখন আটক করা সম্ভব হয়নি।
আপনার মূল্যবান মতামত দিন: