odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

চট্টগ্রামে ইট বোঝাই ট্রাক দোকানে ঢুকে নিহত ২

odhikarpatra | প্রকাশিত: ২৪ September ২০২৪ ১১:১৩

odhikarpatra
প্রকাশিত: ২৪ September ২০২৪ ১১:১৩

চট্টগ্রাম ২৪ সেপ্টেম্বর ২০২৪ :  চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় একটি ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে ঢুকে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ৯ জন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের এক জনের নাম বিকাশ (২৪)। তাৎক্ষণিকভাবে অন্যজনের পরিচয় জানা যায়নি।

তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে কর্ণফুলী থানা পুলিশ।

প্রতক্ষদর্শীরা জানায়, নিউমার্কেটমুখী ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি, মোটরসাইকেল ও পাশে থাকা দোকানে ধাক্কা দেয়। এতে সিএনজি চালক ও বাইক আরোহীসহ ২ জন গাড়ি চাপা পড়ে। দুর্ঘটনায় আনুমানিক ১২ জন আহত হতে পারে বলে জানায় তারা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেছেন। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: