
হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি) : লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা সাব রেজিস্ট্রার কর্মকর্তা রহমত উল্লাহ্ লতিফকে অপসারনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় দলিল লেখক সমিতি।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে হাতীবান্ধা সাব- রেজিস্টার অফিস প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, হাতীবান্ধা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম।
লিখিত বক্তব্য বলা হয়, হাতীবান্ধা উপজেলা সাব রেজিস্ট্রার কর্মকর্তা রহমত উল্লাহ্ধসঢ়; লতিফ একজন ঘুষখোর দূর্নীতিবাজ। তাই তার অপসারণের দাবিতে চলতি মাসের ১৪ তারিখে ঢাকা নিবন্ধন অধিদপ্তরের মহা পরিদর্শক বরাবরে আবেদন করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা দলিল লেখক সমিতির সভাপতি জালাল উদ্দিন, সহ সভাপতি আঃ হানান, সাবেক সম্পাদক, কবির হোসেন ও আবুল কাশেম প্রমুখ।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা সাব রেজিস্ট্রার রহমত উল্লাহ্ধসঢ়; লতিফ জানান, আমার উপর আনিত অভিযোগ সর্ম্পূন ভিত্তিহীন। আমি নিয়মের বাইরে কোন কাজ করি না। তাই একটি চক্র আমাকে সরাতে উঠে পড়ে লেগেছে।
আপনার মূল্যবান মতামত দিন: