
হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি) : সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বস্তুনিষ্ঠু সংবাদেই হউক সাংবাদিকদের মুল
হাতিয়ার। সাংবাদিকরা সমাজের দর্পন। সাংবাদিকদের লিখনীর মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটে।
শনিবার জেলা পরিষদ হলরুমে লালমনিরহাট বার্তার ২৭ বছর পর্দাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী। নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাড়িয়ে বিশ্ব মানবতার নেত্রীর খেতাব অর্জন করেছেন। শেখ হাসিনা দেশের মানুষের জন্য যে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে একের পর এক সাফল্য অর্জন করে চলেছেন তা কখনোই নিভে যাবে না।
লালমনিরহাট বার্তার প্রকাশক ও সম্পাদক ড: এসএম শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিচারপতি আফজাল হোসেন আহমেদ, এ্যাডভোকেট ছফুরা বেগম রুমি এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার এএম রশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল রহমান, হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজের প্রভাষক মাহমুদা মনোয়ার, বিলুপ্ত ছিলমহল বিনিময় আন্দোলন কমিটির সভাপতি মইনুল হক প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: