ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৩০০ মিটার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৮ ২০:৪৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৮ ২০:৪৬

আমাদের অধিকারপত্র ডটকমঃ  প্রথম স্প্যান বসানোর প্রায় চার মাস পর,  জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ৩৮ ও ৩৯ নং পিয়ারের ওপর দ্বিতীয় স্প্যান ৭বি (সুপার স্ট্রাকচার) স্থাপন করা হয়েছে যে কারনে সেতুর ৩০০ মিটার এখন দৃশ্যমান ।

আজ শনিবার দুপুর ১২টার দিকে ধূসর রঙে রাঙানো ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি দুই পিলারের লিফটিং ফ্রেম ও বেয়ারিংয়ের ওপর বসানো হয়।

পদ্মা সেতুর দায়িত্বশীল প্রকৌশলীরা জানান,  জাহাজ  ‘তিয়ান ই’ ৩৬শ’ টন ধারণ ক্ষমতার এ ভাসমান ক্রেনের  স্প্যানটি পাজা করে নিয়ে খুঁটি দুটির ওপর বসিয়ে দেয়া হয়েছ। এখন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২ পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো এবং সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি।

 



আপনার মূল্যবান মতামত দিন: