odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

বগুড়ায় 'বন্দুকযুদ্ধে' নব্য জেএমবি নেতা নিহত

Admin 1 | প্রকাশিত: ২ March ২০১৭ ২২:৪৬

Admin 1
প্রকাশিত: ২ March ২০১৭ ২২:৪৬

গুড়ায় 'বন্দুকযুদ্ধে' একজন জঙ্গি নেতা নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত আমিজুল ইসলাম ওরফে আলামিন ওরফে রনি নিষিদ্ধ সংগঠন নব্য জেএমবির উত্তরবঙ্গের সামরিক শাখার প্রধান ছিলেন। তিনি শেরপুরের জোয়ানপুরে বোমা বিস্ফোরণ মামলার সন্দিগ্ধ আসামি বলেও পুলিশ জানিয়েছে।

বগুড়ার শেরপুর থানার ওসি খান মোঃ. এরফান জানিয়েছেন, মঙ্গলবার রাতে আমিজুলকে তার গ্রাম থেকে পুলিশ আটক করে। এ সময় তার ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের দুইজন সদস্যও আহত হন।

মি.এরফার বলছেন, ''পরে জেএমবির অন্য সদস্যদের আটকের উদ্দেশ্যে তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। তার গ্রামের বাড়িতে অস্ত্রের কারখানা রয়েছে বলেও তিনি জানান। বৃহস্পতিবার ভোর রাতে সেখানে যাবার পথে জামনগর কালভার্টের কাছে আমিজুলের সহযোগীরা পুলিশের উপর হামলা করে। এ সময় দুইপক্ষের গুলিবিনিময়ের সময় আমিজুল পালিয়ে যাবার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেয়া হলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।''

তিনি জানান, ২০১৬ সালের এপ্রিল মাসে শেরপুর থানার জোয়ানপুর গ্রামে একটি জঙ্গি আস্তানা আবিষ্কৃত হয়েছিল। সেখানে বোমা বিস্ফোরণে দুইজন জঙ্গিও নিহত হয়েছিল। আমিজুল সেই মামলার সন্দেহভাজন আসামি এবং আস্তানাতে তার যাতায়াত ছিল।

ঘটনাস্থল একটি পিস্তল, তিনটি গুলি আর দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: