odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

মুন্সীগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও সুতা জব্দ

odhikarpatra | প্রকাশিত: ২৩ October ২০২৪ ২৩:৫৪

odhikarpatra
প্রকাশিত: ২৩ October ২০২৪ ২৩:৫৪

মুন্সগীঞ্জ জেলার পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার এলাকায় গতরাত সাড়ে ১০টায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জাল তৈরী কারখানায় থেকে ১০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং কারেন্ট জাল তৈরীর সুতার ৬ হাজার ৬ শতটি  রিল জব্দ করা হয়েছে।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায় , গতকাল মঙ্গলবার রাতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মুন্সগীঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের  দয়াল বাজার এলাকায় একটি জাল তৈরীর অবৈধ  কারখানায় ভ্রাম্যমাণ  কোর্ট পরিচালনা করা হয় ।এ সময় কারখানা থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং  ৬ হাজার  ৬ শত টি কারেন্ট জাল তৈরীর রিল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।পরে এসব জব্দ জাল ও সূতা পুড়িয়ে বিনষ্ট করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা এ টি এম তৌফিক মাহমুদ বলেন , নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দয়ালবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: