odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

odhikarpatra | প্রকাশিত: ২৫ October ২০২৪ ১৯:২০

odhikarpatra
প্রকাশিত: ২৫ October ২০২৪ ১৯:২০

কুড়িগ্রাম জেলার উলিপুরে গত  ছয়দিনে  পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত  হয়েছে।

তারা হলেন, উপজেলার ধামশ্রেণী ইন্দারার পাড়ের আজিম উদ্দিন ছেলে শেখ ফরিদ (৪২) এবং পৌরসভার হায়াৎখাঁ গ্রামের জরিফ উদ্দিন সরদারের ছেলে আবেদ আলী (৬০)।

এলাকাবাসী  জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দারারপাড় এলাকার আজিম উদ্দিন ছেলে শেখ ফরিদ বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় উলিপুর থেকে ফকিরেরহাটগামী একটি দ্রুত গতির অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

পরে স্বজনরা উদ্ধার করে উলিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সেখানকার চিকিৎসক শেখ ফরিদকে মৃত্যু ঘোষণা করে।

অপরদিকে, গত শনিবার সন্ধ্যায় উলিপুর পৌরসভার হায়াৎখাঁ হ্যালিপ্যাড এলাকায় বাড়ির সামনে হাঁটার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা আবেদ আলীকে চাপা দেয়। গুরুত্বর আহত আবেদ আলী পাঁচদিন চিকিৎসা শেষে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে রংপুর প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: