
টাঙ্গাইল প্রতিনিধিঃ আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে গোলাবাড়ী নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে অন্তত ১৫ জন শিক্ষার্থীসহ ৪০ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিনিময় পরিবহনের বাসটি ধনবাড়ী থেকে ঢাকার দিকে যাওয়ার পথে টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী নামক স্থানে গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের কাছে মোড় ঘুরতে গিয়ে ৩০ ফুট নীচে পাশের বংশাই নদীতে পড়ে যায়। এ সময় বাসে থাকা মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত ১৫ জন শিক্ষার্থীসহ ৪০ জন আহত হন।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা আহতদের উদ্ধার কাজে অংশ নেয়। পরে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: