ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান জুলফিকার আজিজ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৮ ১৭:৪৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৮ ১৭:৪৮

কামরুল ইসলাম হৃদয় (চট্টগ্রাম প্রতিনিধি) : দেশের প্রধান সমুদ্র বন্দরের
নতুন চেয়ারম্যান হিসেবে মঙ্গলবার সকাল থেকে দায়িত্ব পালন শুরু করেছেন কমডোর জুলফিকার আজিজ।

সোমবার বিকেলে সদ্যবিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের কাছ থেকে জুলফিকার আজিজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর মঙ্গলবার তিনি দাপ্তরিকভাবে দায়িত্ব পালন শুরু করেন। চট্টগ্রাম বন্দরের সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজ ১৯৬৩ সালের ১৮ অক্টোবর পাবনা জেলায় জন্মগ্রহণ করেন।

ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশের পর ১৯৮৪ সালের জানুয়ারি মাসে তিনি ক্যাডেট হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। জুলফিকার আজিজ ১৯৮৯ সালে বুয়েট থেকে মেক্যানিকেল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।

পরে মেকাট্রনিক্স এ মাস্টার্স ডিগ্রি লাভের পর ১৯৯২ সালে ভারতে মেরিন ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশন ডিগ্রি গ্রহণ করেন। এ ছাড়া তিনি স্টাফ কলেজসহ নৌবাহিনীতে বিভিন্ন প্রশিক্ষণ সফলতার সঙ্গে সমাপ্ত করেন।

এ ছাড়া ২০১৬ সালে আয়ারল্যান্ডে পোর্ট ম্যানেজমেন্টের ওপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন জুলফিকার। পেশাগত জীবনে তিনি নৌ সদর দপ্তর, বিভিন্ন জাহাজ, ডক ইয়ার্ড, খুলনা শিপইয়ার্ড, ডিজিডিপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম বন্দরে ২০১২ সাল থেকে তিনি প্রেষণে সদস্য (প্রকৌশল) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ তিনি সোমবার চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্বপ্রাপ্ত হন।



আপনার মূল্যবান মতামত দিন: