ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সিরাজদিখানে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী, আলোচনা সভা

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৪ ১৯:৫৯

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৪ ১৯:৫৯

আরিফ হোসেন হারিছ:

"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এ শ্লোগানে ১ লা নভেম্বর “জাতীয় যুব দিবস" ২০২৪ উদযাপন উপলক্ষ্যে  মুন্সীগঞ্জের সিরাজাদিখানে র‍্যালী,ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান,বৃক্ষ রোপণ,যুব ঋণ বিতরণ, সফল আত্মকর্মীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাব্বির আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় যুব সংগঠনকে সার্টিফিকেট প্রদান, ৩ জন নতুন যুব উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থানের জন্য ১৫০০০০ টাকা করে ঋণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাব্বির আহম্মেদ ।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, যুব উদ্যোক্তা, ছাত্র-জনতার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ৷।



আপনার মূল্যবান মতামত দিন: