odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

শরীয়তপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

odhikarpatra | প্রকাশিত: ৪ November ২০২৪ ১৪:৪০

odhikarpatra
প্রকাশিত: ৪ November ২০২৪ ১৪:৪০

শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার পদ্মাসেতু দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন এলাকায় গতরাতে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। রোববার রাত ৯ টার দিকে টোল প্লাজা সংলগ্ন শেখ রাসেল সেনানিবাসের রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মৃত চার ব্যক্তি হচ্ছেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮), মোমিন আলি ফরাজীর কান্দি এলাকার, এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর (১৯), মোসলেম ঢালি কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০)।

পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজে নেয়ার সময় সবাই মারা যান। অতিরিক্ত পুলিশ সুপার শরীয়তপুর, মো: আহসান হাবিব ও পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন রাত ১১:৩০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার রাত ৯ টার দিকে টোল প্লাজা সংলগ্ন শেখ রাসেল সেনানিবাসের রাস্তায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়রা ও পদ্মা সেতুর দক্ষিণ থানা পুলিশ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে মধ্যে সবাই মারা যান। নিহতরা যে গাড়িগুলো চালাচ্ছিলেন সেগুলো অনটেস্ট গাড়ি ছিল। স্থানীয়রা জানান,  গাড়ি দুটির গতি বেশি ছিল।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফন সম্পন্ন হয়েছে ।



আপনার মূল্যবান মতামত দিন: