odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

মুন্সিগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি, ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৪ November ২০২৪ ১৭:৫০

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৪ November ২০২৪ ১৭:৫০

প্রধান প্রতিবেদক :

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুলিশ পরিচয়ে সোনা ব্যবসায়ীর ৪৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে লুণ্ঠিত সাত লাখ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আজ সোমবার ( ৪ নভেম্বর) দুপুরে পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।

গ্রেপ্তাররা হলেন রনি, সিরাজুল ইসলাম জাবেদ, শামিম, সায়মন, মমিন, সুজর, সমির হোসেন। তাঁরা সবাই আন্তঃজেলা পেশাদার ডাকাত সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার জানান, গত ২৩ অক্টোবর রামপ্রসাদ হালদার নামের ভুক্তভোগী স্বর্ণব্যবসায়ী ঢাকা থেকে বান্দুরায় নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় সিরাজদিখানে ঢাকা-দোহার সড়কের মরিচা এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয়ে ডাকাত দলের সদস্যরা বাসে উঠে পড়ে। পরে তাঁর কাছে থাকা ৪৭ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। এ ঘটনায় একইদিন সিরাজদিখান থানায় মামলা করলে অভিযানে নামে পুলিশ। ঘটনার ১২ দিনের মাথায় গত রবিবার তথ্য প্রযুক্তির ব্যবহার করে থানা ও ডিবি পুলিশের অভিযানে ডাকাতির সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সবাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের তথ্যের ভিত্তিতে সাত লাখ টাকা ও ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার ও খোয়া যাওয়া মালামাল উদ্ধারে তৎপরতা চলছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: