odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

সাতক্ষীরার সড়ক দুর্ঘটনায় নিহত-৩

odhikarpatra | প্রকাশিত: ৭ November ২০২৪ ১৩:০৪

odhikarpatra
প্রকাশিত: ৭ November ২০২৪ ১৩:০৪

সাতক্ষীরা জেলার  বিনেরপোতা এলাকায়  আজ ভোরে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা বিসিক শিল্পনগরী সংলগ্ন আব্দুর রহমান কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরার তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

সাতক্ষীরা সদর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) বিশ্বজিৎ সরকার জানান, ভোর ৫ টার দিকে একটি প্লাটিনা মোটর সাইকেল যোগে উক্ত তিন ব্যক্তি সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিসিক শিল্পনগরী সংলগ্ন বিনেরপোতা আব্দুর রহমান কলেজের সামনে তাদের মোটর সাইকেলটি পৌছালে সেখানে বিপরীত দিক থেকে আসা (খুলনা থেকে ছেড়ে আসা) একটি আইচার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। তিনি আরো জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, একসঙ্গে তিন জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: