ঢাকা | বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুআ

odhikarpatra | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৪ ২৩:৩৫

odhikarpatra
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৪ ২৩:৩৫

জেলার রামু উপজেলায় আজ ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল সোয়া তিনটার দিকে কক্সবাজার-ঢাকা রেলপথের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- জেলার রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ ওয়াহিদ (২৫) এবং আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ হোসেন (১৯)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি  চৌধুরী জানান, বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে রামু উপজেলার মাছুয়াখালী এলাকায় স্থানীয় দুই তরুন মোহাম্মদ ওয়াহিদ ও মোহাম্মদ হোসেন মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথিমধ্যে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় কক্সবাজারমুখী ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহী দুই তরুন কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

তিনি জানান, ঘটনাটি রেলওয়ে পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: