odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

গলাচিপায় পান চুরির অভিযোগে মারধর, বাক প্রতিবন্ধী ও বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১৫ November ২০২৪ ১৬:২৮

odhikarpatra
প্রকাশিত: ১৫ November ২০২৪ ১৬:২৮

গলাচিপায় পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। পান চুরির অভিযোগে মারধরের ৬দিন পর আহত বাক প্রতিবন্ধী বাইজিদ গাজী(১৬) এর মৃত্যু হয়েছে। অপরদিকে গাছ কাটতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মারা গেছে মনির হোসেন(৪০) নামের এক শ্রমিক।

অভিযোগ সূত্রে জানা গেছে, গোলখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড কালিরচর গ্রামের নূর ইসলাম গাজীর ছেলে বাক প্রতিবন্ধী বাইজিদ গত ৯ নভেম্বর রাতে ঐ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড় গাবুয়া গ্রামের রফিক প্যাদার ছেলে জাকির প্যাদার পানের বরজের বাইরে থেকে পান ছিড়ে। এ সময় পান চুরির অভিযোগে বাইজিদকে মারধর করে। মারধরের এক সময় সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে চার টার দিকে বাইজিদের মৃত্যু হয়।
এদিকে, উপজেলার আমখোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব বাঁশবাড়িয়া গ্রামের বাবর আলী মৃধার ছেলে শ্রমিক মনির হোসেন মৃধা(৪০) শুক্রবার সকালে বাড়ির পশ্চিম পাশে রেইনট্রি গাছ কাটতে উঠে। এসময় গাছের কাটা অংশ বিদ্যুতের তারের উপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মনিরকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন আমখোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদল হোসেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান বলেন, পান ছেড়ার কারণে বায়েজিদকে মারধরের ঘটনায় তার মৃত্যু ঘটতে পারে। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অপর ঘটনায় মনিরের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।

মোঃনাসির উদ্দিন স্টাফ রিপোর্টার,
গলাচিপা, পটুয়াখালী।



আপনার মূল্যবান মতামত দিন: