odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

সিরাজদিখানে বিভিন্ন মামলার গ্রেফতার ৪

odhikarpatra | প্রকাশিত: ১৭ November ২০২৪ ১৮:৫৫

odhikarpatra
প্রকাশিত: ১৭ November ২০২৪ ১৮:৫৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।শনিবার  ১৬ নভেম্বর অফিসার ইনচার্জ এর দিকনির্দেশনায় এসআই মোঃ মতিউর রহমান, এসআই সাইউল ইসলাম, এএসআই মাইনুল, এএসআই তাপস দাস সংগীয় ফোর্স  সহ সিরাজদিখান থানাধীন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আমিনুল ইসলাম মৃধা সান্টু, পিতা-মৃত আলী হোসেন মৃধা, স্থায়ী: গ্রাম+পোঃ মধ্যপাড়া,১০০ গ্রাম গাজা সহ আসামী মোঃ সোহেল মোল্লা (৪০), পিতা-মৃত শামছুল হক মোল্লা , ঠিকানা: স্থায়ী:  উত্তর তাজপুর , উপজেলা/থানা- সিরাজদিখান, জেলা -মুন্সীগঞ্জ কে গ্রেফতার সহ তাহার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেন ও ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা মোতাবেক আসামী মোঃ জাহাঙ্গীর (৫০), পিতা-মৃত লিয়াকত আলী, মোঃ নওয়াব আলী (২৫), পিতা-মোঃ তোফাজ্জল হোসেন, উভয় সাং-কুচিয়ামোড়া কলেজ গেট, উভয় থানা- সিরাজদিখান, জেলা -মুন্সীগঞ্জ।


সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান,নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক ১জন ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা মোতাবেক দুই জন ও ১০০ গ্রাম গাজা সহ আসামী মোঃ সোহেল মোল্লা নামের ১ জনকে গ্রেফতার করি।আসামী মোঃ সোহেল মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে সকল আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি



আপনার মূল্যবান মতামত দিন: