
গাজীপুর প্রতিনিধিঃ শুক্রবার গাজীপুরের ভোগড়ার পেয়ারা বাগান এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। হতাহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, মাদারীপুর জেলার নারকেলবাড়ি চর গ্রামের রহম আলী মোড়লের ছেলে রতন মোড়ল এবং ময়মনসিংহের ঝাউগাঁও গ্রামের লোকমান আলীর ছেলে গিয়াস উদ্দিন। নিহত রতন মোড়ল কোনাবাড়িতে নিটল নিলয় মটরস প্রতিষ্ঠানের ফোরম্যান ছিলেন।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই জানান, সকাল সাতটার দিকে ভোগড়া বাইপাস মোড় থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা কোনাবাড়ি যাচ্ছিল। পেয়ারাবাগান এলাকায় আসার পর একটি রিকশাকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আজমেরি গ্লোরী পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে লেগুনায় থাকা পাঁচ যাত্রী আহত হন।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে আক্তার হোসেন ও জাহাঙ্গীর আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: