odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১৮ November ২০২৪ ২১:৪৪

odhikarpatra
প্রকাশিত: ১৮ November ২০২৪ ২১:৪৪

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর সভার গয়াহরি গ্রামে  আজ বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলে মারা গেছে। 

মৃতরা হলো: পৌরসভার সাবেক কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেবের মা-ভাই গয়াহরি গ্রামের দুর্গা চরণ দেবের স্ত্রী অনিমা চন্দ্র দেব (৭০) ও দুর্গা চরণ দেবের ছেলে নিপেশ চন্দ্র দেব (৪৫)।

জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে গয়াহরি গ্রামের বসত ঘরের বাথরুমে গোসল করতে যান অনিমা চন্দ্র দেব। বাথরুমের ভিতরে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় অনিমা চন্দ্র দেবকে বাঁচাতে ছেলে নিপেশ চন্দ্র দেব এগিয়ে গেলে অনিমাকে স্পর্শ করা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন নিপেশ। পরে পরিবারের লোকজন মা-ছেলেকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার এসআই পিযুষ কান্তি দেব হাসপাতালে গিয়ে লাশের সুরাতহাল প্রতিবেদন তৈরি করেন। এদিকে মা ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গয়াহরি গ্রামসহ আশপাশ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিদ্যুৎম্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: