ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

শীতে আপনার সোনামনির যত্ন নিবেন যেভাবে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০১৮ ২১:১৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০১৮ ২১:১৫

আমাদের অধিকারপত্র ডটকমঃ এসেছে শীত, শুরু হয়েছে বাচ্চাকে নিয়ে মায়েদের চিন্তা । সর্দি, কাশি আর নরম তুলতুলে ত্বক ফেটে যাওয়া বা চামড়া কুচকে যাওয়ার সমস্যা  দেখা দেয় সোনামনিদের।

সমস্যা থেকে আপনার বাচ্চাকে নিরাপদ রাখতে-

প্রতিদিন হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করাতে হবে। সাবানে ত্বককে শুষ্ক করে, আর তাই সাবানে  পানিতে মিশিয়ে বাচ্চাকে গোসল করালে ত্বক নরম থাকবে।

-প্রচুর ফেনাযুক্ত  সাবান বাচ্চার ত্বক থেকে ন্যাচারাল ওয়েল শুষে নেয়, এরকম সাবান ব্যবহার থেকে বিরত থাকুন।

– গোসল করার পর বাচ্চার শরীরে  ভালো মশ্চারাইজার আলতো করে লাগিয়ে দিন যেন চর্মরোগ থেকেও মুক্ত রাখতে পারেন আপনার ফুটফুটে সোনামনিকে ।

– বাচ্চাদের বেশিক্ষণ ভেজা কাপড়ে রাখবেন না  ঠাণ্ডা লেগে যেতে পারে।

–সোনামনির চুলের যত্নে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করা ভাল ।

– বাচ্চার সুস্থতায় সব সময়ই তাজা খাবার খাওয়ান।

– নিয়মিত নখ কেটে দিন।

 



আপনার মূল্যবান মতামত দিন: