odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

টাঙ্গাইলে প্লাস্টিকের বস্তায় চাল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

odhikarpatra | প্রকাশিত: ৪ December ২০২৪ ১৮:১২

odhikarpatra
প্রকাশিত: ৪ December ২০২৪ ১৮:১২

টাঙ্গাইল জেলার কালিহাতীতে এক অটোরাইস মিল মালিককে সরকারি নিয়মনীতি অমান্য করে প্লাস্টিকের বস্তায় চাল মজুদ, প্রক্রিয়াজাতকরণ ও মোড়কে মূল্য-মেয়াদসহ ধানের জাত উল্লেখ না করায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে কালিহাতী উপজেলার পূর্ব বেদডোবা এলাকার জননী অটোমেটিক রাইস মিলকে এই জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, বিভিন্ন ব্যান্ডের প্লাস্টিকের মোড়কে চাল প্রক্রিয়াকরণ, মোড়কে মূল্য-মেয়াদ ও ধানের জাত উল্লেখ না করার কারণে ওই মিল মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: