
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে ছাত্রদল নেতা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো দুপচাঁচিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসাইন নাঈম(৩২), দুপচাঁচিয়া পৌর ছাত্রদলের সভাপতি সুফল কুমার মোহন্ত(৩১) ও গুনাহার ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল করিম বাবু(৩৫)।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক জানান, রোববার রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চৌমুহনী বাজারসংলগ্ন মনোয়ার হোসেন হেলালের চাতালে নাশকতার পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক চলাকালীন সময়ে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: