odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রামে ব্যাপক কর্মসূচি গ্রহণ

odhikarpatra | প্রকাশিত: ১৩ December ২০২৪ ১৯:৪০

odhikarpatra
প্রকাশিত: ১৩ December ২০২৪ ১৯:৪০

১৯৭১ সালে দেশের স্বাধীনতার উষালগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসরদের হাতে নিহত শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আগামীকাল শনিবার (১৪ ডিসেম্বর) বন্দর নগরী চট্টগ্রামসহ জেলার বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালিত হবে। 

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এছাড়া জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), মুক্তিযোদ্ধা সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠন দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে সরকারি অফিস ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্র এবং বাংলাদেশ বেতার-চট্টগ্রাম বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে এবং স্থানীয় দৈনিকগুলো দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ নিবন্ধ প্রকাশ করবে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল সকাল ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং নগর ও জেলার বিভিন্ন ধর্মীয় সংগঠনের মধ্যে বিশেষ অনুদান বিতরণ করা হবে। 

এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পন করে জাতীর শ্রেষ্ট সন্তানদের শ্রদ্ধা জানাবেন বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের গণসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ।  

বিএনপির চট্টগ্রাম মহানগর শাখা এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এদিন সকালে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবে এবং নগরীর নূর আহমদ সড়কস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। এছাড়া চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামীর মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখা, বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) এবং চট্টগ্রাম প্রেসক্লাব অন্তর্বর্তী কমিটি, চট্টগ্রামের প্রতিটি উপজেলা প্রশাসন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিভাসু, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: