ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
তাঁত ব্যবসায়ীর উপর হামলার বিচার দাবি সিরাজগঞ্জে

তাঁতে কাজ করি, তাই বলে কি অধিকার নাই

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৩৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৩৭

গত ২৩ ডিসেম্বর খুকনী বাজারে তাঁত ব্যবসায়ী হাজী শফিকুল ইসলাম শফিকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে এবং এরপর তার বাড়িতে লুটপাট চালায় প্রতিপক্ষের লোকজন।

খুকনী সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী হাবিবুর রহমান, ইউপি সদস্য লাল মিয়া, আশরাফ আলী, ইব্রাহিম হোসেন ও জহুরুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, হাজী শফিকুল ইসলাম শফি খুকনী বাজার এলাকায় অবস্থানকালে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষ আব্দুল আওয়াল কালুর নেতৃত্বে তার সহযোগীরা দেশি অস্ত্র দিয়ে মাথা ও হাতে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

এরপর হাজি শফির বাড়িতে হামলা চালিয়ে লুটপাটও করা হয়। এ ঘটনায় আব্দুল আওয়াল কালুসহ ছয় জনকে আসামি করে এনায়েতপুর থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হলেও পুলিশ এখনও তাদের গ্রেপ্তার করতে পারেনি।

বক্তারা বলেন, উপরন্তু বাদীপক্ষকে ঘায়েল করতে কালু আদালতে দ্রুত বিচার আইনে হাজী শফিকুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় অভিয্গেপত্রও দিয়েছে।

বক্তারা অবিলম্বে কালুর দায়েল করা মামলা প্রত্যাহার এবং শফির দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তার দাবি করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকা প্রদক্ষিণ করে।

এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, আসমিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: