odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

নওগাঁয় দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ২০ December ২০২৪ ১৬:১২

odhikarpatra
প্রকাশিত: ২০ December ২০২৪ ১৬:১২

 নওগাঁ জেলায় আজ দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। ৭ম বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁ সাহিত্য পরিষদ মুক্তির মোড় এলাকায় পার্কের সামনে এই পথ বইমেলার আয়োজন করে।

শুক্রবার বেলা ১১টায় জেলা কালচারাল অফিসার মো. তাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পথ বইমেলার উদ্বোধন করেন।

‘নওগা'র লেখক নওগাঁ'র বই’ এই শিরোনামে আয়োজিত পথ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক বরেন্দ্র ফরিদ।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জেলার বিশিষ্ট সাহিত্যিক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আতাউল হক সিদ্দিকী, ড. আবু সাহাদত রুবেল, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বাচিক ও নাট্য শিল্পী মো. কায়েস উদ্দিন, কবি ও প্রাবন্ধিক ফালগুনী রানী চক্রবর্তী, নাট্যকার ও সাংবাদিক এবিএম রফিকুল ইসলাম, লেখক আবুল হায়াত ইসমাইল এবং কবি ও সম্পাদক প্রত্যয় হামিদ।

মেলায় জেলার ৫০ জন লেখকের কমপক্ষে ৩ শতাধিক বই প্রদর্শিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: