odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্রজনতার উপর হামলা মামলাসহ একাধিক মামলার আসামীর উপর সন্ত্রাসী হামলা 

odhikarpatra | প্রকাশিত: ২০ December ২০২৪ ২৩:৩১

odhikarpatra
প্রকাশিত: ২০ December ২০২৪ ২৩:৩১

 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:


মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের গুলি করে ককটেল  বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রজনতাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে হত্যা করার চেষ্টা যাহা দন্ডবিধি ও বিস্ফোরক আইনে দণ্ডনীয় অপরাধ  মুন্সীগঞ্জ সদর থানার দায়েরকৃত ২৪ নং মামলা ১৪ আগষ্ট ২০২৪ইং এর ৪৪ নং এজাহার নামীয় আসামী সহ আরো কয়েক মামলার আসামী হাবিবুল্লা হেনার উপর রাতের অন্ধকারে সন্ত্রাসী হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।বুধবার ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামের মৃত নুর মোহাম্মদ এর ছেলে আ: সালামের বসতঘরের পাশে রাস্তায় এঘটনা ঘটে।


এবিষয়ে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


রক্তাক্ত জখম হাবিবুল্লার ডাক চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে এসে উদ্ধার করে চিকিৎসার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 


স্থানীয় সুত্রে জানাযায় আহত হাবিবুল্লার বুধবার ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ৮ টার দিকে মোটরসাইকেল যোগে বালুচর বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে বাড়ি হতে ৫ শত গজ এগিয়ে গেলে অন্ধকারে সন্ত্রাসী হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।


এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: