ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

৪ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার 

odhikarpatra | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪ ০৪:৫৯

odhikarpatra
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪ ০৪:৫৯

কক্সবাজার থেকে রাজধানী ঢাকায় আসা চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ বিভাগ। 

আজ শনিবার সকাল পৌনে ৮টায় মতিঝিল থানাধীন ১৬৭ নং ইনার সার্কুলার রোডস্থ আরামবাগে লন্ডন এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করে গোয়েন্দা-লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ  ও সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

গ্রেফতারকৃতরা হলো তরিকুল ইসলাম ওরফে রুবেল ওরফে ফরিদ (৪০), মো. সাদ্দাম হোসেন (৩৩), রাহিদুল ইসলাম হৃদয় (৩১) ও সঞ্জয় চন্দ্র দাশ ওরফে সমীর দাশ (৩৮)

ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানানো হয়, শনিবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, কক্সবাজার থেকে কয়েকজন মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশে ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম ও সংঘবদ্ধ অপরাধ ও গাড়ীচুরি প্রতিরোধ টিম  ঘটনাস্থলে অবস্থান নিয়ে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের  গ্রেফতার করে। 

তাদের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: