odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

মুন্সীগঞ্জে আওয়ামী লীগ নেতা ২ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

odhikarpatra | প্রকাশিত: ২৫ December ২০২৪ ২১:৩০

odhikarpatra
প্রকাশিত: ২৫ December ২০২৪ ২১:৩০

মুন্সীগঞ্জে আওয়ামী লীগ নেতা দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ (৬৫) ও গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল্লাহ শফিক (৫৬)।

আজ বুধবার মুন্সীগঞ্জ থানা পুলিশের কাছে শফিউল্লাহকে হস্তান্তর করা হয়। তিনি শহিদ সজল হত্যার আসামী। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৪ আগস্ট সজল নিহত হন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার মুগদা এলাকা থেকে শিক্ষার্থীরা গজারিয়া আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শফিউল্লাহ শফিককে আটক করে মুগদা থানা পুলিশের কাছে দেয়।

এদিকে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আজ বুধবার বাসাইল ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকা থেকে বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজকে (৬৫) গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

ওই হামলায় দীপু নামের এক ছাত্র গুরুতর আহত হন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। যুবরাজ বাসাইল ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য।



আপনার মূল্যবান মতামত দিন: