odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

চাঁদপুরে জাহাজে সাত খুনের মোটিভ শিগগিরই জানতে পারবো: স্বরাষ্ট্র উপদেষ্টা

odhikarpatra | প্রকাশিত: ২৬ December ২০২৪ ১৬:৩২

odhikarpatra
প্রকাশিত: ২৬ December ২০২৪ ১৬:৩২

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে সাত খুনের ঘটনার মোটিভ আমরা শিগগিরই  জানতে পারবো। প্রকৃত ঘটনা আপনাদেরও জানাবো।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি ক্যাথেড্রাল গির্জায় বড়দিন উদযাপন পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদপুরের হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে যারা হত্যাকাণ্ডের শিকার হয়ে মারা গেছেন, তাঁদের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আসামি স্বীকারোক্তি দিয়েছে। আইনের আওতায় আনা হয়েছে। বিচার হবে। অন্য আরেকজন যে অসুস্থ আছে, তার সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: