ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১

odhikarpatra | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪ ২২:৪৬

odhikarpatra
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪ ২২:৪৬

হবিগঞ্জে জেলার হবিগঞ্জ বানিয়াচং সড়কে আজ দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

নিহত ব্যক্তি নেত্রকোনা জেলার কালিয়াজুরি উপজেলার মুসলিমপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে জনি মিয়া (২৬)

সে একটি কনজুমার কোম্পানির হবিগঞ্জ এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিল।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, আজ শনিবার দুপুর ১টার দিকে বানিয়াচং থেকে হবিগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সাথে কালারডোবা এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়।

গুরুতর আহত অবস্থা তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে জনি মারা যায়।

অপর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: