odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

নানিয়ারচরে ইউপিডিএফ’র গোপন আস্তানার সন্ধান : নিহত ১

odhikarpatra | প্রকাশিত: ৩ January ২০২৫ ২৩:৪৮

odhikarpatra
প্রকাশিত: ৩ January ২০২৫ ২৩:৪৮

উপজেলার পেরাছড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ পরিচালিত অভিযানের সময় ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানার সন্ধান পেয়ে সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এতে সেনাবাহিনীর সাথে গুলি বিনিময়ের ঘটনায় ইউপিডিএফ (মূল) এর একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং বেশ কিছু সংখ্যক সন্ত্রাসী আহত অবস্থায় গহীন জঙ্গলে পালিয়ে যায়।
 
পরবর্তীতে, ওই স্থানে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ব্যবহৃত ১টি এ্যাসল্ট রাইফেল (এম-১৬), ২ রাউন্ড এমজি/স্নাইপার এ্যমোনিশন, ৯০ রাউন্ড রাইফেল এ্যমোনিশন, ১টি ওয়াকি-টকি সেট ও ১২টি মোবাইল ফোনসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করে। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের সন্ধানে সেনা অভিযান চলমান রয়েছে বলে আইএসপিআর জানায়

 



আপনার মূল্যবান মতামত দিন: