odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

দেশের উন্নয়নে সরকারের রূপকল্প বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৯ February ২০১৮ ১৭:৫৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৯ February ২০১৮ ১৭:৫৬

দেশের উন্নয়নে বর্তমান সরকারের রূপকল্প বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।


আজ রাজধানীর আগারগাঁওস্থ এলজিইডি ভবন অডিটোরিয়ামে পাবনা সমিতির আয়োজনে ৯৩ তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।


মন্ত্রী বলেন, ইতিহাসের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার আহ্বান করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার রূপকল্প সেই সোনার বাংলা গড়ারই প্রতিচ্ছবি।


পাবনা জেলা সমিতির (ঢাকা) সভাপতি প্রকৌশলী মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ্ইইউটির সাবেক ভিসি ও পাবনা সমিতি, ঢাকা’র সাবেক সভাপতি অধ্যাপক ড. এম. আনোয়ার হোসেন, পাবনা সমিতি ঢাকা’র সাধারণ সম্পাদক সেলিম রেজা, পাবনা সমিতি, ঢাকা’র সহ-সভাপতি ও এজিএম উপকমিটির সদস্য সচিব নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: