odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

জুলাই স্মৃতি সংযোগ করিডোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন : উপদেষ্টা আদিলুর রহমান

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৬ January ২০২৫ ২২:২৭

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৬ January ২০২৫ ২২:২৭

নিজস্ব প্রতিবেদক:

চলতি মাসের মধ্যে সংস্কার কমিটির রিপোর্ট জমা দেওয়ার পর সব রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার শিগগির সুনির্দিষ্ট নির্বাচনি টাইম ফ্রেম দেবে বলে জানিয়েছেন গৃহায়ণ গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ সোমবার (৬ জানুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

এদিন প্রায় ৬৬ লাখ টাকা ব্যয়ে মুন্সিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাথে জেলা ও দায়রা জজ আদালত ভবনের জুলাই স্মৃতি সংযোগ করিডোর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে শহীদ পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা। উপদেষ্টা আদিলুর রহমান জানান, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য টাইম ফ্রেম ঘোষণা করেছেন। সেই অনুযায়ী চলতি মাসের মধ্যে সংস্কার কমিটির রিপোর্ট জমা দেওয়া হবে।

তিনি জানান, সংস্কার কমিটিগুলোর প্রতিবেদন পাওয়ার পরে যত দ্রুত সম্ভব দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে তিনি জুলাই স্মৃতি সংযোগ করিডোর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

পরে স্থানীয় আইনজীবীদের সাথে নিয়ে শহীদদের স্মরণে আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আল সরকার, সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী শামীম আক্তার, অ্যাডভোকেট আব্দুল হালিম, অ্যাডভোকেট তোতা মিয়া ও শহর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেনসহ অন্যান্য আইনজীবীরা। প্রসঙ্গত, আদালত ভবনের জুলাই স্মৃতি সংযোগ করিডোরটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জের শহীদ রিয়াজুল ফরাজী, শহীদ ফরিদ শেখ, মো. সজল মোল্লা, মানিক মিয়া শারিক চৌধুরী ও শহীদ ডিপজল সরদারের স্মৃতিচিহ্ন হিসেবে ইতিহাস বহন করবে।



আপনার মূল্যবান মতামত দিন: