odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

সিলেটে পাথর তুলতে গিয়ে মাটি ধসে শ্রমিকের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১৩ January ২০২৫ ২০:০৩

odhikarpatra
প্রকাশিত: ১৩ January ২০২৫ ২০:০৩

সিলেটের কোম্পানীগঞ্জে বাংকার থেকে পাথর তুলতে গিয়ে মাটি ধসে লিটন মিয়া নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল ৯টায় কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। লিটন উপজেলার বাঘারপাড় গ্রামের নবী হোসেনের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, প্রতিদিনের মতো লিটন মিয়া অন্যদের সঙ্গে ভোলাগঞ্জ রোপওয়ে বাংকার এলাকায় পাথর তুলতে যান। বাংকারের স্থাপনার নিচে থেকে পাথর উত্তোলন করার সময় উপর থেকে পাথর ও মাটি ধসে নিজের উপর পড়লে গুরুতর আহত হন লিটন। পরে সহশ্রমিকদের সহযোগিতায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।



আপনার মূল্যবান মতামত দিন: