ঢাকা | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১

সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে ৩ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা

odhikarpatra | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৫ ০০:০৫

odhikarpatra
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৫ ০০:০৫

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:


মুন্সিগঞ্জের সিরাজদিখানে নির্ধারিত পণ্যের ক্ষেত্রে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম (পলিথিনের) মোড়ক ব্যবহার করে পণ্য সংরক্ষণ  করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারি।

বুধবার ১৫ জানুয়ারী বিকাল ৪ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজারে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন,২০১০ এর ৪ ধারা লংঘনের দায়ে ১৪ ধারায় এ জরিমানা করেন।

সিরাজদিখান থানার এসআই সাচ্চু মিয়ার নেতৃত্বে একটি টিম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় করার সহায়তা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারি জানান,নির্ধারিত পণ্যের ক্ষেত্রে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম (পলিথিনের) মোড়ক ব্যবহার করে পণ্য সংরক্ষণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০১০ এর ৪ ধারা লংঘনের দায়ে ১৪ ধারায় ৩ জন দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এ অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: