ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করুন : রাষ্ট্রপতি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৪৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৪৯

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সেবার মহান আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।


আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩৮তম জাতীয় সমাবেশ উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ আহবান জানান।


রাষ্ট্রপতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩৮তম জাতীয় সমাবেশ উপলক্ষে বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী বাংলাদেশের ইতিহাস, উত্তরণ ও সফলতা সবকিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এ বাহিনীর কর্মদক্ষতা এবং সেবা জাতির ইতিহাসকে করেছে সমৃদ্ধ।


মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর ৬৭০ জন সদস্য জীবন উৎসর্গ করেন উল্লেখ করে তিনি বলেন, ‘স্বাধীনতার সূর্যসন্তান বীর আনসার সদস্যদের আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি’।


মো: আবদুল হামিদ বলেন, প্রায় ৬১ লাখ সদস্যের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী সারাদেশে শান্তিশৃঙ্খলা রক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে চলেছে। অর্থনীতির চালিকাশক্তি সচল রাখতে কলকারখানাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিষ্ঠার সাথে এ বাহিনীর সদস্যরা নিরাপত্তা রক্ষার দায়িত্বপালন করছে।


তিনি বাণীতে উল্লেখ করেন, মানবসম্পদ উন্নয়নেও এই বাহিনীর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষ করে যুব ও নারী সমাজকে বিভিন্ন পেশায় বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। ‘আমি আশা করি, 'শান্তি শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা' এ মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর প্রতিটি সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সেবার মহান আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করবে।’


তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর সকল কার্যক্রমের সফলতা এবং বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: