
সিরাজদিখান (মুন্সীগঞ্জ প্রতিনিধি): গতকাল মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আদনান লস্কর শান্ত (১৯) নামে এক এস এস সি পরিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
গত ১০ জানুয়ারী ১২ টার সময় কুচিয়ামোড়া আদর্শ স্কুলের বিজ্ঞান ভবন থেকে তাকে আটক করা হয়ে। আটক ব্যাক্তি উপজেলার নিমতলা সুখের ঠিকানা প্লট নং-৫৫ গ্রামের মৃত গোলাম মোহাম্মদ লস্কর এর ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের অনুষ্ঠিত এসএসসি পরিক্ষায় কুচিয়ামোড়া আদর্শ স্কুলের বিজ্ঞান ভবনের ২নং বিশেষ কক্ষে গনিত পরিক্ষা চলাকালীন সময়ে উক্ত স্কুলের দায়ীত্বে থাকা ভিজিলেন্স টিমের প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) উক্ত কক্ষ পরিদর্শনকালে ২০১৮ এস এস সিপরিক্ষার্থী আদনান লস্কর শান্তর নিকট থেকে প্রশ্ন সম্বলিত ২০১৮ সালের গনিত ক-সেট প্রশ্নর ফটোকপি ও ২টি মোবাইল ফোন জব্দ করেন।
আটক আদনান লস্কর শান্তর মোবাইল ফোনের ভিতর গনিত প্রশ্নপত্রের ছবি পাওয়া যায়। পরে উক্ত ভিজিলেন্স সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাকে বহিস্কার করে জব্দকৃত মোবাইল সেট, ফাঁসকৃত প্রশ্নপত্রের ফটোকপিসহ সিরাজদিখান থানা পুলিশে হস্তান্তর করেন।
সিরাজদিখান থানার (ওসি) অপারেশন গাজী সালাউদ্দিন জানান, কুচিয়ামোড়া আদর্শ স্কুলের দায়ীত্বে থাকা ভিজিলেন্স টিমের প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) আসামীকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বহিস্কার করে পুলিশে সোপর্দ করেন।
আসামীর বিরুদ্ধে পাবলিক পরিক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এর ৪/১৩ ধারায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: