
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পাবনা জেলা কল্যাণ সমিতি'র নতুন কমিটি গঠন করা হয়েছে।এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওয়ালি-উল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি: ফরিদুজ্জামান সুমন ওমোঃ সাদিদ সরদার। যুগ্ম-সাধারণ সম্পাদক: শাহরিয়ার আহমেদ ও ওয়াসিফ আল আবরার।সাংগঠনিক সম্পাদক: রাহিকুল ইসলাম (রুহি)। যুগ্ম-সাংগঠনিক সম্পাদক কাজী জুহায়ের। দপ্তর সম্পাদক: মো. ছাব্বির। প্রচার সম্পাদক: মোঃ সামিউল ইসলাম। অর্থ সম্পাদক: মোঃ বায়েজীদ বোস্তামী। তথ্য ও প্রযুক্তি সম্পাদক: ছাব্বির হোসেন বিজয়।সাংস্কৃতিক সম্পাদক: শামসুন্নাহার শারমিন। ক্রীড়া সম্পাদক: মো: ইমন হোসেন।
সমাজকল্যাণ সম্পাদক: আব্দুস শাকুর। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: সবুজ হোসাইন। আইন ও মানবাধিকার সম্পাদক নাজমুস সাকিব। ছাত্রী বিষয়ক সম্পাদক: জান্নাতুল জিম।ধর্ম বিষয়ক সম্পাদক: আল আমিন। কার্যনির্বাহী সদস্য: ইমন, এস এম সিজান ইসলাম, মারজিয়া আক্তার দিশা ও আবুল বাশার নাইম।
নবমনোনীত সভাপতি মোঃ ওয়ালি-উল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই গুরুদায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি "পাবনা জেলা কল্যাণ সমিতি" ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, অধ্যায়নরত শিক্ষার্থী সদস্যদের প্রতি, যারা আমাকে সভাপতি হিসেবে মনোনীত করেছেন। আমাদের সমিতির প্রধান লক্ষ্য হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাবনা জেলার সকল শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করা, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার পরিবেশ তৈরি করা এবং শিক্ষার্থীদের একাডেমিক ও নৈতিক উন্নয়নে ভূমিকা রাখা। আমি আশাবাদী, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় পাবনা জেলা কল্যাণ সমিতি একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমি সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি, সততা ও নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, প্রিয় বন্ধুরা, আমি পাবনা জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের লক্ষ্য হল শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং তাদের সার্বিক উন্নয়নে কাজ করা। আমি আশা করি, আমরা সবাই একযোগে কাজ করে এই সমিতিকে আরও শক্তিশালী ও সফল করে তুলব। আসুন, আমাদের সংগঠনের মাধ্যমে সকল ছাত্র-ছাত্রীর কল্যাণে কাজ করি এবং একটি সুন্দর ভবিষ্যত গড়ে তুলি।
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
আপনার মূল্যবান মতামত দিন: