
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মীর মুগ্ধ সরোবরে স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) এর আয়োজনে এক প্রাণবন্ত চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পাশাপাশি সিআরসি স্কুলের সুবিধাবঞ্চিত শিশুরাও অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান এবং সহ-সভাপতি হাসিবুর রহমান। আয়োজনে সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি মো. ইমদাদুল হক। চড়ুইভাতিতে শিশুদের জন্য বিশেষ খেলাধুলার আয়োজন করা হয়, যেখানে সদস্যরাও অংশ নেন। এছাড়া, নবীন সদস্য ও শিশুদের সমন্বয়ে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়।
সিআরসি ইবি শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, "আমাদের লক্ষ্য শুধু সহায়তা করা নয়, বরং শিশুদের জন্য এমন একটি সুন্দর পরিবেশ তৈরি করা, যেখানে তারা আনন্দ পেতে পারে। এই আয়োজন সদস্যদের আরও দায়িত্বশীল করে তুলবে এবং সামাজিক কাজের প্রতি আগ্রহ বাড়াবে।"
সংগঠনটির সভাপতি মো. ইমদাদুল হক বলেন, "সিআরসি সবসময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার চেষ্টা করে। এই চড়ুইভাতি শুধুমাত্র একটি উৎসব নয়, বরং এটি সদস্যদের মধ্যে সংহতি তৈরি করে এবং শিশুদের জন্য আনন্দের একটি দিন উপহার দেয়।"
আপনার মূল্যবান মতামত দিন: