ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

প্রেস কাউন্সিল এখন অধিকতর কার্যকর : প্রধানমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৫৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৫৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষা, মান নিশ্চিতকরণ, সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানসহ নানাবিধ কর্মপ্রয়াসের মধ্যদিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল এখন অধিকতর কার্যকর ও সময়োপযোগী ভূমিকা পালন করছে।


আগামীকাল বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।


শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার সবসময়ই দেশে গণমাধ্যমের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেছে। ১৯৯৬-২০০১ মেয়াদে আমরাই প্রথম দেশে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চালুর অনুমোদন দেই।

আমাদের সরকার রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, আমরা তথ্য অধিকার আইন প্রণয়ন ও তথ্য কমিশন প্রতিষ্ঠা করেছি।

জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ প্রণয়ন করা হয়েছে। বেসরকারিখাতে ৪৪টি টেলিভিশন, ২২টি এফএম রেডিও এবং ৩২টি কমিউনিটি রেডিও চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে সারাদেশ থেকে প্রতিদিন ৪৮৫টি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়।


বাণীতে প্রধানমন্ত্রী বলেন, আমরা সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণট্রাস্ট গঠন করেছি। সাংবাদিকদের জীবনজীবিকার উন্নয়নের জন্য নবম ওয়েজবোর্ড গঠন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রেসক্লাবগুলোকে আধুনিকায়ন করে তোলার জন্য আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।

জাতীয় প্রেসক্লাবে গড়ে তোলা হচ্ছে ৩১তলা বিশিষ্ট বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার। আমাদের এসকল পদক্ষেপের ফলে দেশের গণমাধ্যম এখন পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। তথ্যপ্রাপ্তির সকল সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে।


প্রধানমন্ত্রী বলেন, সর্বকালেরর সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা ও মান উন্নয়নের উদ্দেশ্যে ১৯৭৪ সনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন প্রণয়ন করেন।

জাতির পিতার নেতৃত্বে গঠিত সরকারের আমলে প্রণীত এ আইনটি ১৪ ফেব্রুয়ারি, ১৯৭৪ তারিখে গেজেট আকারে প্রকাশিত হয়। এ প্রেক্ষিতে ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি প্রথমবারের মত বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস পালন করা হয়।


বাণীতে শেখ হাসিনা বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উদযাপন করা হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করেন এবং এ উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান।

একই সাথে তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস ২০১৮ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: