odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

রামগড়ের কালাডেবায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই বসতবাড়ি

odhikarpatra | প্রকাশিত: ১০ February ২০২৫ ২৩:৩৭

odhikarpatra
প্রকাশিত: ১০ February ২০২৫ ২৩:৩৭

 খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ৭নং ওয়ার্ডের কালাডেবা এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আব্দুল করিমের বসত বাড়ি। এতে ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। আজ সোমবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা চাল-ডাল, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই বের করা সম্ভব হয়নি পরিবারটির।

রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ভারপ্রাপ্ত অফিসার মোঃ সলিমুল্লাহ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় ।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: