ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

উপকূলের নিরাপত্তা ও সমুদ্র সম্পদ রক্ষায় কোস্টগার্ড বাহিনীর নিষ্ঠা প্রশংসনীয় : রাষ্ট্রপতি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৫২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৫২

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সমুদ্রে কর্মরত ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদান, জানমাল রক্ষা এবং সর্বোপরি ‘ব্লু-ইকোনমি’ সংক্রান্ত কার্যক্রমকে এগিয়ে নিতে কোস্টগার্ডবাহিনী সদস্যদেরকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।


বাংলাদেশ কোস্টগার্ডবাহিনীর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘কোস্টগার্ডবাহিনী দিবস-২০১৮’ উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। তিনি বলেন, দেশের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা বিধান ও সামুদ্রিক সম্পদ রক্ষায় এ বাহিনীর সদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতা প্রশংসার দাবিদার।


মোঃ আবদুল হামিদ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ডবাহিনী দেশের জলসীমা ও উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধ, মৎস্য ও বনজসম্পদ রক্ষা, পরিবেশ দূষণ প্রতিরোধ এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও উদ্ধারকার্য পরিচালনার মাধ্যমে জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এর পাশাপাশি এ বাহিনী চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। তিনি বলেন, দেশের জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণেও এ বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে।


রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী আমরা বঙ্গোপসাগরে সুবিশাল একান্ত অর্থনৈতিক এলাকা এবং মহীসোপানে অর্থনৈতিক ও আইনগত অধিকার লাভ করেছি।


তিনি বলেন, বঙ্গোপসাগরের প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের জাতীয় উন্নয়নে অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র। এছাড়া দেশের সিংহভাগ বাণিজ্যিক কর্মকান্ড পরিচালিত হয় সমুদ্রপথে। তাই সমুদ্রপথ ও সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।


রাষ্ট্রপতি বাংলাদেশ কোস্টগার্ডবাহিনীর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘কোস্টগার্ডবাহিনী দিবস-২০১৮' উপলক্ষে এ বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাহিনীটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: