
আতিকুর রহমান আতিক (বগুড়া প্রতিনিধি): বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল ফেন্সিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ী কে আটক করেছে।
এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। আটক ওই মাদক ব্যবসায়ী কে মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলা সদরের শারীব সার কারখানার সামনে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সামছুল আলম সংঙ্গীয় ফোর্স সহ একটি বাসে তল্লাসী করে বগুড়াগামী যাত্রী দিনাজপুর জেলার হাকিমপুর থানার ডাঙ্গাপাড়া হরেষ্টপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী মাদক ব্যবসায়ী মমতাজ বেগম (৩২) কে ৪০ বোতল ফেন্সিডিল সহ আটক করে।
আপনার মূল্যবান মতামত দিন: