
ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার সকালে লাশবাহী অ্যাম্বুলেন্স চাপায় হৃদয় নামে এক যুবক নিহত হয়েছেন। মৃত হৃদয় এসএন্ডবি নাইস ফুডে শ্রমিক ছিলেন। তিনি লক্ষ্মীপুর জেলার বিবিরহাট আদর্শ এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেইনের পাশ দিয়ে হেঁটে এসএন্ডবি ফুডের কারখানার উদ্দেশ্যে রওনা হয় হৃদয় (২৮)। লাশবাহী অ্যাম্বুলেন্স তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হৃদয়ের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স মহিপাল হাইওয়ে থানায় নিয়ে যায়।
মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ সড়ক দুূর্ঘটনায় একজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন
আপনার মূল্যবান মতামত দিন: