odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 30th October 2025, ৩০th October ২০২৫

মুন্সীগঞ্জে ইটভাটা ও সার কারখানায় অভিযান চালিয়ে ২৯ লক্ষ টাকা জরিমানা

odhikarpatra | প্রকাশিত: ১৭ February ২০২৫ ১৬:৩২

odhikarpatra
প্রকাশিত: ১৭ February ২০২৫ ১৬:৩২

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে পরিবেশ আইন অমান্য করার অভিযোগে ৫ ইটভাটাকে ২৬ লক্ষ টাকা এবং এক সার কারখানাকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

পরিবেশ অধিদপ্তরের মুন্সীগঞ্জের সহকারী পরিচালক মোঃ সানোয়ার হোসেন জানান, গতকাল রোববার বেলা ২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত জেলার সিরাজদিখান উপজেলার আকবরনগর এবং সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।

তিনি জানান, এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় এবং জেলা প্রশাসনের অনুমোদন ব্যতীত ইট তৈরির জন্য ইটভাটায় মাটি সংগ্রহ করায় সিরাজদিখান উপজেলার আকবরনগর এলাকার মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স ব্রিকসকে ৬ লক্ষ টাকা, মেসার্স নূর ব্রিকস ম্যানুফ্যাকচারিং, বিসমিল্লাহ ব্রিকস, দেওয়ান ব্রিকস, এবং মেসার্স ন্যাশনাল ব্রিকস-এর প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে মোট ২৬ লক্ষ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে জরিমানার টাকা পরিশোধ না করায় ৩টি ইটভাটার ম্যানেজারকে জেলা হাজতে প্রেরণ করা হয়। একই সাথে ভ্রাম্যমান আদালত সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় পরিবেশের ছাড়পত্র ব্যতীত সার কারখানা পরিচালনা করায় ‘নওপাড়া গ্রুপ’ নামে এক সার কারখানাকে ৩ লক্ষ টাকা জরিমানা করে।

এ অভিযান পরিচালনা করেন চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের অপর স্পেশাল ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইফতি হাসান ইমরান এবং পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক ও সিনিয়র কেমিষ্ট মোঃ সানোয়ার হোসেন ।



আপনার মূল্যবান মতামত দিন: