ঢাকা | বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সাতক্ষীরায় ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি

odhikarpatra | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৫

odhikarpatra
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৫

বিজিবির চোরাচালান বিরোধীবিশেষ অভিযানে ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানাধীন ভোমরা পশ্চিমপাড়া হতে ভোমরা বিওপির একটি আভিযানিক দল ভারতীয় শাড়ি, তলুইগাছা বিওপির সদস্যরা বিশেষ আভিযানে কেড়াগাছি বাঁশবাগান হতে ভারতীয় শাড়ি ও বোরকা, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক দুটি বিশেষ আভিযানে ভাদিয়ালী ও কেঁড়াগাছি হতে ভারতীয় শাড়ি ও থ্রিপিস, সদর থানাধীন ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা বিশেষ আভিযানে ঝাউডাঙ্গা চেকপোষ্ট হতে ভারতীয় নাইটি, হিজলদী বিওপির বিশেষ আভিযানে পশ্চিমপাড়া হতে ভারতীয় শাড়ি জব্দ করেন। এ ছাড়া ব্যাটালিয়ন সদরের সদস্যরা বিশেষ আভিযানে সোনাডাঙ্গা নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করেন।

শাড়িসহ জব্দকৃত মালামালের বাজার মোট আনুমানিক মূল্য দুইলাখ ৫০ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করায় এসব মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: