odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

ভালোবাসা দিবসে-সাইদ খোকন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ February ২০১৮ ১৬:৪৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ February ২০১৮ ১৬:৪৩

আমাদের অধিকারপত্র ডটকম: - ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ সাইদ খোকন তার কার্যালয়ে সিটি কর্পোরেশনের পরিবহন চালকদের সাথে আলাপকালে বলেন “তোমরা যদি ঢাকা মহানগরকে ভালোবাসো, তবে আমি তোমাদের ভালোবাসবো।

পরিবহন চালকরা তাদের বেতন বৃদ্ধির দাবী কালে তিনি বলেন, তোমরা তোমাদের কাজ ঠিকমতো করো আমি তোমাদের বেতন-বোনাস বৃধ্ধি করব। আর যদি কাজ ঠিকমতো না করো তবে বেতন বোনাস বৃদ্ধি করা যায় কি।


জবাবে পরিবহন নেতারা বলেন আমরা কোরবানীর সময় আপনার দেওয়া চ্যালেন্স রক্ষা করেছি। মেয়র এ জন্য তাদের ধন্যবাদ দেন এবং এলাকার বর্জ্য অপসারণে আরো কর্মঠ হতে বলেন।


মেয়র বলেন তোমরা তোমাদের কাজ ঠিকমতো করো আমি তোমাদের বেতন বোনাস বৃদ্ধি করব। এক তরফা কিছু হয়না।


তোমরা আমাকে সন্তুষ্ট করতে না পারলে নগরবাসী আমার কাজে সন্তুষ্ট হবে না। কাজেই ঠিকমতো কাজ করলে আমি সন্তুষ্ট থাকবো সন্তুষ্ট থাকবে নগরবাসী।


ঠিক তখন তোমরাও সন্তুষ্ট হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: