ঢাকা | শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে সংঘর্ষে এক নারী নিহত, আহত ২০

odhikarpatra | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪০

odhikarpatra
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪০

রাজশাহীর দুর্গাপুরে জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে এক নারী নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুর্গাপুরের তিয়ারকুড়ি গ্রামের বিএনপি কর্মী মামুন ও তার ওয়ারিশদের সঙ্গে আওয়ামী লীগ নেতা ও দেলুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুল এবং তার ওয়ারিশদের বিরোধ ছিলো। সেই জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

দুর্গাপুর থানার ওসি মো. আব্দুর রুহুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে বাসস'কে জানান, 'আজ (শনিবার) সকাল সাড়ে দশটার দিকে এ সংঘর্ষ ঘটে। এসময় গুরুতর আহত ফেরদৌসীকে (৪৫) উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে চিকিৎসাকরা তাকে মৃত ঘোষণা করেন।'

তিনি বলেন, "আহতদের উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে ও গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহণের ব্যবস্থা নেয়া হচ্ছে"।



আপনার মূল্যবান মতামত দিন: