odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয় স্বামী-স্ত্রীর মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ২২ February ২০২৫ ২১:৪২

odhikarpatra
প্রকাশিত: ২২ February ২০২৫ ২১:৪২

শরীয়তপুরে জেলার জাজিরা উপজেলায় আজ ফসল বাঁচাতে নিজেদের তৈরি বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে জাজিরা নাওডোবা ইউনিয়নের পদ্মা সেতু দক্ষিণ থানাধীন বালিয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইদ্রিস খাঁ (৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৬০)। নিহত ইদ্রিস খাঁ জাজিরা উপজেলার বালিয়াকান্দি গ্রামের মৃত মঙ্গল খাঁর ছেলে। অন্যদিকে, শেফালী বেগম (৬০) ওই গ্রামের গ্রামের মৃত আক্কেল মোল্লার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজেদের ভুট্টা ক্ষেত পশু-পাখির উৎপাত থেকে রক্ষা করতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন ইদ্রিস খাঁ ও তার স্ত্রী শেফালী বেগম। কিন্তু ভুলক্রমে সেই ফাঁদের সংযোগ বিচ্ছিন্ন না করেই শনিবার সকালে তারা ক্ষেত পরিদর্শনে যান। প্রথমে ইদ্রিস খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।

তাকে বাঁচাতে ছুটে গিয়ে স্ত্রী শেফালী বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। তারা ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা এসে মরদেহ উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন।

স্থানীয় নাওডোবা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল করিম জানান, নিহত দম্পতি দুই ছেলে এবং তিন মেয়ে রেখে গেছেন।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন: